How to overcoming shyness with girls.....
মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাওয়া (talk to girls) শুধু আমাদের দেশ নয় বরং বিশ্বের অধিকাংশ ছেলেরই একটি কমন সমস্যা। শুধু প্রেম নয়, পড়াশোনা, ক্যারিয়ার ইত্যাদি ক্ষেত্রেও ছেলেদের বেশ কিছু সমস্যায় পড়তে হয় শুধু মাত্র মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাওয়ার কারণে। এই লজ্জা কাটিয়ে উঠার কিছু পদ্ধতি (overcoming shyness with girls) জানাচ্ছি এই লেখাটিতে। আত্মবিশ্বাসী হোন, আত্মবিশ্বাস (confidence)আপনাকে এগিয়ে নিয়ে যাবে শুধুমাত্র মেয়েদের সাথে কথা বলাই নয় বরং আরও অনেক সম্ভাবনাময় ক্ষেত্রে। মেয়েদের সাথে কথা বলতে যাওয়ার আগে আপনার সবচেয়ে ভাল পোশাকটি পড়ে নিন, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভাল পোশাক যেমন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে তেমনি মেয়েদেরও আগ্রহী করে তুলবে আপনার প্রতি। শরীরের যত্ন নিন , নিয়মিত জিমে যান। সুন্দর এবং সুস্থ শরীর আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে অনেকখানি। এছাড়া সুন্দর ফিগারের অধিকারী কোন ছেলে যদি নিজ থেকে এগিয়ে এসে কথা বলে তবে খুব কম মেয়েই তাকে ফিরিয়ে দেয়। মনে রাখবেন, এদেশের অধিকাংশ মেয়েই লাজুক প্রকৃ...