যারা শুধু "বিসিএস ক্যাডার" হওয়াকেই মেধার মাপকাঠি বলে মনে করেন,তাদের জন্যই নিচের লেখাটি... :)
যারা শুধু "বিসিএস ক্যাডার" হওয়াকেই মেধার মাপকাঠি বলে মনে করেন,তাদের জন্যই নিচের লেখাটি... :)
মেধা কী? যে ছেলেটা বিসিএস ক্যাডার সে মেধাবী? আর বাকিরা?সবাই মেধাহীন?
বিসিএস বা চাকরি দিয়ে কখনো কারো মেধা যাচাই করা যায়না...এটা হাস্যকর...মেধা ভিন্ন জিনিস...এডিসনকে আপনি বাতি না বানিয়ে ক্যাডার হতে বলতে পারেন না...তেমনি শেক্সপিয়র বা কাজী চাচাকে বলতে পারেন না ক্যাডার হয়ে মেধার পরিচয় দাও তোমরা...নিউটনকে বলতে পারেন না আপেল নিয়ে গবেষণা বাদ দিয়ে ডাইজেস্ট পড় বেটা,কাজে লাগবে... আপনি হুমায়ূন আহমেদকে বলতে পারেন না যে,বেটা তুই বিসিএস এর প্রিলিতে টিকছিস ক'বার? এ.আর.রহমান বা জেমসকে বলতে পারেন না বেটা তোর এসএসসি সার্টিফিকেট দেখা তো...
চাকরি আর মেধা এক নয়...যে লোকটি তথাকথিত শিক্ষিত না,সেও মেধাবী হতে পারে...
যে ছেলেটি ভালো গান গায় এটা তার মেধা... মেধা মানে শুধু পড়ালেখা কখনোই হতে পারেন...
সাকিব আল হাসান-মাশরাফি খুবই মেধাবী...এর মানে এই নয় যে,আপনি খুঁজে বেড়াবেন তাদের এসএসসি আর এইচএসসিতে জিপিএ-৫ ছিলো কিনা...
যোগ্যতা ভাই অন্যভাবেও বোঝানো যায়...লতা আর আশা, এরা মেধাবী নয়?শচীন কি মেধাবী নয়?
আমরা মেধা বলতে দুই চারটা গতবাধা পড়াশোনা বুঝি...এই কারণে বিসিএস ক্যাডারই আমরা হতে চাই...কেউ বিজ্ঞানী হতে চাইনা...কেউ শচীন-লারা-পন্টিং হতে চাইনা...
সত্যজিৎ রায় মেধাবী ছিলেন না?মোস্তফা সারোয়ার ফারুকি মেধাবী নয়?আমি আপনি চঞ্চল চৌধুরী থেকে বেশি মেধাবী?কখনোই না...
তবে যদি তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান,তবে কিচ্ছু বলার নেই...আমাদের সমাজে যে ছেলেটা ছোট বয়সে সবকিছু খুব ভালো পারে,তাকে আমরা আইনস্টাইন বলি...কী হাস্যকর!!! আইনস্টাইন ক্লাসের সবথেকে বড় গাধা ছিলেন...উনি কি বুয়েটের ছাত্র ছিলেন???আমরা যাদের তথাকথিত মেধাবী বলি,বিল গেটস আর মার্ক জুকারবার্গ তাদের থেকে কম মেধাবী?তারা কিন্তু পররাষ্ট্র ক্যাডার পায়নি...
মেধা মানে আমাদের কাছে সেনেগালের রাজধানীর নাম জানা...মেধা মানে বিসিএস এ ৬০০+ নম্বর পাওয়া!!!!যে রিটেন ফেইল করলো সে প্রশাসন ক্যাডার পাওয়া কারো থেকে কম মেধাবী?আচ্ছা প্রমাণ করুন কেউ...
আমরা কী হাস্যকর নিয়মের বেড়াজালে আবদ্ধ...
আমি আপনি বুয়েটে পড়িনি বলে আমরা মেধাবী না!আসলে আমাদের মানসিকতা অতি নগন্য...আমরা ডঃ ইউনুসকে মূল্য দেইনা...একসময় রবী দাদুকেও দিতাম না...শুনেছি জীবনানন্দকে লোকে নাকি পাগল বলতো!!!!!!!!!এখন তো তাকে নিয়েই নাচি...
আমায় মাফ করবেন...আমরা বিসিএসফোবিয়ায় আক্রান্ত...মেধা মানে বড় বড় সার্টিফিকেট না... একজন রিক্সাওয়ালাও আমার থেকে মেধাবী হতে পারেন...সুতরাং তাকেও তুচ্ছজ্ঞান করার অধিকার আমার নেই...
///
এ এম ইজাজুল হক
৩৬ তম বিসিএসে প্রশাসনে সুপারিশ প্রাপ্ত
মেধা কী? যে ছেলেটা বিসিএস ক্যাডার সে মেধাবী? আর বাকিরা?সবাই মেধাহীন?
বিসিএস বা চাকরি দিয়ে কখনো কারো মেধা যাচাই করা যায়না...এটা হাস্যকর...মেধা ভিন্ন জিনিস...এডিসনকে আপনি বাতি না বানিয়ে ক্যাডার হতে বলতে পারেন না...তেমনি শেক্সপিয়র বা কাজী চাচাকে বলতে পারেন না ক্যাডার হয়ে মেধার পরিচয় দাও তোমরা...নিউটনকে বলতে পারেন না আপেল নিয়ে গবেষণা বাদ দিয়ে ডাইজেস্ট পড় বেটা,কাজে লাগবে... আপনি হুমায়ূন আহমেদকে বলতে পারেন না যে,বেটা তুই বিসিএস এর প্রিলিতে টিকছিস ক'বার? এ.আর.রহমান বা জেমসকে বলতে পারেন না বেটা তোর এসএসসি সার্টিফিকেট দেখা তো...
চাকরি আর মেধা এক নয়...যে লোকটি তথাকথিত শিক্ষিত না,সেও মেধাবী হতে পারে...
যে ছেলেটি ভালো গান গায় এটা তার মেধা... মেধা মানে শুধু পড়ালেখা কখনোই হতে পারেন...
সাকিব আল হাসান-মাশরাফি খুবই মেধাবী...এর মানে এই নয় যে,আপনি খুঁজে বেড়াবেন তাদের এসএসসি আর এইচএসসিতে জিপিএ-৫ ছিলো কিনা...
যোগ্যতা ভাই অন্যভাবেও বোঝানো যায়...লতা আর আশা, এরা মেধাবী নয়?শচীন কি মেধাবী নয়?
আমরা মেধা বলতে দুই চারটা গতবাধা পড়াশোনা বুঝি...এই কারণে বিসিএস ক্যাডারই আমরা হতে চাই...কেউ বিজ্ঞানী হতে চাইনা...কেউ শচীন-লারা-পন্টিং হতে চাইনা...
সত্যজিৎ রায় মেধাবী ছিলেন না?মোস্তফা সারোয়ার ফারুকি মেধাবী নয়?আমি আপনি চঞ্চল চৌধুরী থেকে বেশি মেধাবী?কখনোই না...
তবে যদি তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান,তবে কিচ্ছু বলার নেই...আমাদের সমাজে যে ছেলেটা ছোট বয়সে সবকিছু খুব ভালো পারে,তাকে আমরা আইনস্টাইন বলি...কী হাস্যকর!!! আইনস্টাইন ক্লাসের সবথেকে বড় গাধা ছিলেন...উনি কি বুয়েটের ছাত্র ছিলেন???আমরা যাদের তথাকথিত মেধাবী বলি,বিল গেটস আর মার্ক জুকারবার্গ তাদের থেকে কম মেধাবী?তারা কিন্তু পররাষ্ট্র ক্যাডার পায়নি...
মেধা মানে আমাদের কাছে সেনেগালের রাজধানীর নাম জানা...মেধা মানে বিসিএস এ ৬০০+ নম্বর পাওয়া!!!!যে রিটেন ফেইল করলো সে প্রশাসন ক্যাডার পাওয়া কারো থেকে কম মেধাবী?আচ্ছা প্রমাণ করুন কেউ...
আমরা কী হাস্যকর নিয়মের বেড়াজালে আবদ্ধ...
আমি আপনি বুয়েটে পড়িনি বলে আমরা মেধাবী না!আসলে আমাদের মানসিকতা অতি নগন্য...আমরা ডঃ ইউনুসকে মূল্য দেইনা...একসময় রবী দাদুকেও দিতাম না...শুনেছি জীবনানন্দকে লোকে নাকি পাগল বলতো!!!!!!!!!এখন তো তাকে নিয়েই নাচি...
আমায় মাফ করবেন...আমরা বিসিএসফোবিয়ায় আক্রান্ত...মেধা মানে বড় বড় সার্টিফিকেট না... একজন রিক্সাওয়ালাও আমার থেকে মেধাবী হতে পারেন...সুতরাং তাকেও তুচ্ছজ্ঞান করার অধিকার আমার নেই...
///
এ এম ইজাজুল হক
৩৬ তম বিসিএসে প্রশাসনে সুপারিশ প্রাপ্ত
Comments
Post a Comment