Posts

Showing posts from January, 2021

প্রিয়জনকে ছেড়ে থাকার যে কষ্ট সেটা থেকে কিভেবে মুক্তি পাওয়া যায়????

আমাদের কাছে অধিকাংশই যারা প্রেমের ব্যর্থতা জনিত সমস্যা নিয়ে আসেন, তাদের সবার কাহিনী ভিন্ন ভিন্ন হলেও সমস্যা কিন্তু একটাই। আর সেটা হল- প্রিয়জনকে ছেড়ে থাকার যে কষ্ট সেটা থেকে কিভেবে মুক্তি পাওয়া যায়। অন্যকথায় বলতে গেলে- সম্পর্ক বিচ্ছেদের পর কিভাবে আগের মানুষটিকে ভুলে থাকা যায়। এ জন্য আমাদের মনোবিজ্ঞানী টিম এমন একটি মেথড আবিষ্কারের জন্য গবেষণা করছেন যার মাধ্যমে খুব সহজেই প্রিয়জনকে ভুলে থাকা যাবে। সিস্টেমটি হবে এমন কিছু গান, সাহিত্য, চলচ্চিত্র, কাজ, কথার সমাবেশ ঘটানো যেগুলো করলে প্রেমের ক্ষুধাটা অনেকটা কমে যায়। খুব শীঘ্রই আমরা আমাদের গবেষণার ফলাফল জানাব। আর হ্যা, এখন থেকে নিয়মিত ভাল ভাল আপডেট দেওয়া হবে। তাই সঙ্গেই থাকুন।