কেন মানুষ প্রেমে পড়ে ? psychology প্রেম সম্বন্ধে কি বলে ?
ছবিঃ ইন্টারনেট আমি আগেই বলে রাখি আমি আপনার বিশ্বাস কে respect করি, ভালবাসা সম্বন্ধে অনেকের অনেক রকম বিশ্বাস থাকে এটা স্বাভাবিক তবে জেনে নেওয়া ভাল এর কারণ টা কি! এতে করে আরো ভালো decision নিতে পারবেন। মানুষ প্রেমে পড়ে অভাবে। যেমনঃ একটা ছেলে সব সময় হাসি খুশি হই হুল্লর করে, এটা দেখে একটা introverted মেয়ে অর্থাৎ যে মেয়েটা সব সময় চুপ চাপ তাকে দেখে সে প্রেমে পরে যায় কিন্তু যখন মেয়েটা ঐ ছেলেটার সাথে প্রেমে থাকা অবস্থায় নিজেই extrovert অর্থা ৎ ঐ ছেলের মতো হই হুল্লার করতে পারে ঠিক তখনি ছেলেটার প্রতি ভালবাসা শেষ হয়ে যায় কারণ তার অভাব পূরণ হয়ে গেছে, হই হুল্লর করতে না পারাটা একটা অভাব। অভাব অনেক ধরনের যেমনঃ বিশ্বাস, insecure feel করা ইত্যাদি এই না যে সুধু মেয়েরাই অভাবে প্রেমে পরে, একি জিনিস ছেলেদের জন্যও যে ছেলের self esteem একদমই কম তারা সুন্দর মেয়ের প্রেমে পরে বেশি। ভয় পাওয়া একটা অভাব, যেসব মেয়েরা ভয় পায় তারা বেশির ভাগ সময় strong ছেলেদের প্রেমে পড়ে যে তাকে safety দিতে পারে তবে মেয়েটা strong হওয়ার অন্য কোন মাধ্যম পেলে আগের strong ছেলেটার প্রতি আর কোন ভালবাসা থাকবে না। একটা মেয়ের ...