Posts

Showing posts from September, 2016

কেন মানুষ প্রেমে পড়ে ? psychology প্রেম সম্বন্ধে কি বলে ?

Image
ছবিঃ ইন্টারনেট আমি আগেই বলে রাখি আমি আপনার বিশ্বাস কে respect করি, ভালবাসা সম্বন্ধে অনেকের অনেক রকম বিশ্বাস থাকে এটা স্বাভাবিক তবে জেনে নেওয়া ভাল এর কারণ টা কি! এতে করে আরো ভালো decision নিতে পারবেন। মানুষ প্রেমে পড়ে অভাবে। যেমনঃ একটা ছেলে সব সময় হাসি খুশি হই হুল্লর করে, এটা দেখে একটা introverted মেয়ে অর্থাৎ যে মেয়েটা সব সময় চুপ চাপ তাকে দেখে সে প্রেমে পরে যায় কিন্তু যখন মেয়েটা ঐ ছেলেটার সাথে প্রেমে থাকা অবস্থায় নিজেই extrovert অর্থা ৎ ঐ ছেলের মতো হই হুল্লার করতে পারে ঠিক তখনি ছেলেটার প্রতি ভালবাসা শেষ হয়ে যায় কারণ তার অভাব পূরণ হয়ে গেছে, হই হুল্লর করতে না পারাটা একটা অভাব। অভাব অনেক ধরনের যেমনঃ বিশ্বাস, insecure feel করা ইত্যাদি এই না যে সুধু মেয়েরাই অভাবে প্রেমে পরে, একি জিনিস ছেলেদের জন্যও যে ছেলের self esteem একদমই কম তারা সুন্দর মেয়ের প্রেমে পরে বেশি। ভয় পাওয়া একটা অভাব, যেসব মেয়েরা ভয় পায় তারা বেশির ভাগ সময় strong ছেলেদের প্রেমে পড়ে যে তাকে safety দিতে পারে তবে মেয়েটা strong হওয়ার অন্য কোন মাধ্যম পেলে আগের strong ছেলেটার প্রতি আর কোন ভালবাসা থাকবে না। একটা মেয়ের ...

চলুন আজ সবাই মিলে একটু হাসি অন্তত চেষ্টা করিঃ---

Image
এটি নিচকই একটি ফান পোষ্ট, দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না । "হ্যালো জাহিদের আব্বা কইতাছেন নি ?" "হ, কেডু ?" "আই কেডু এইডা দিয়া আন্নের কাম নাইগা। আগে কামের কতা হুনেন, আন্নের পুতরে আই কিডন্যাপ কইরালাইছি।" "ভালা করছেন, বেকার দামড়া পোলাডা জীবন জ্বালাইয়া খাইলো। তয় কতা হইছে এতবড় দামড়া পোলা কেমনে কিডন্যাপ হইলো কন দেহি ! ট্রিকস্ শিইখা রাখতাম" "হেইডা আন্নের জানবার কুনো দরকার নাইগা। পোলারে বাঁচাইতে চাইলে জলদি বিশ লাখ টেহা দেন।" "টেহা দিতে পারুম না। এতবড় দামড়া পোলা নিজেরে সামলাইতে না পারলে, ওর মইরা যাওয়াই ভালা।" "আন্নে কি ভাবছেন আই ফাইজলামি করতাছি মিয়া ? টাহা ম্যানেজ করেন। নাহলে গুলি কইরা এই হালারপুতের মাতা উরাইয়া দিতাম" "ওই হালার পুতেরে পাড়াইয়া মার। মাতাত গুলি কইরা লাভ নাই। ব্রেইন বলতে কিছু নাই হালারপুতের। এখনো বইয়া বইয়া বাপেরডা খায়। ওর বাঁচনোর কুনো দরকান নাইগা" "মজা লইয়েন না, পোলা হারাইবেন মিয়া।" "এ্যনার্জি এখনও শ্যাষ হয় নাই। লাগলে আরেকটা বানামু। বিশ লাখ নতুনডার পিছনে লাগাই...