কেন মানুষ প্রেমে পড়ে ? psychology প্রেম সম্বন্ধে কি বলে ?
ছবিঃ ইন্টারনেট
আমি আগেই বলে রাখি আমি আপনার বিশ্বাস কে respect করি, ভালবাসা সম্বন্ধে অনেকের অনেক রকম বিশ্বাস থাকে এটা স্বাভাবিক তবে জেনে নেওয়া ভাল এর কারণ টা কি! এতে করে আরো ভালো decision নিতে পারবেন।
মানুষ প্রেমে পড়ে অভাবে। যেমনঃ একটা ছেলে সব সময় হাসি খুশি হই হুল্লর করে, এটা দেখে একটা introverted মেয়ে অর্থাৎ যে মেয়েটা সব সময় চুপ চাপ তাকে দেখে সে প্রেমে পরে যায় কিন্তু যখন মেয়েটা ঐ ছেলেটার সাথে প্রেমে থাকা অবস্থায় নিজেই extrovert অর্থাৎ ঐ ছেলের মতো হই হুল্লার করতে পারে ঠিক তখনি ছেলেটার প্রতি ভালবাসা শেষ হয়ে যায় কারণ তার অভাব পূরণ হয়ে গেছে, হই হুল্লর করতে না পারাটা একটা অভাব।
অভাব অনেক ধরনের যেমনঃ বিশ্বাস, insecure feel করা ইত্যাদি
এই না যে সুধু মেয়েরাই অভাবে প্রেমে পরে, একি জিনিস ছেলেদের জন্যও
যে ছেলের self esteem একদমই কম তারা সুন্দর মেয়ের প্রেমে পরে বেশি।
যে ছেলের self esteem একদমই কম তারা সুন্দর মেয়ের প্রেমে পরে বেশি।
ভয় পাওয়া একটা অভাব, যেসব মেয়েরা ভয় পায় তারা বেশির ভাগ সময় strong ছেলেদের প্রেমে পড়ে যে তাকে safety দিতে পারে তবে মেয়েটা strong হওয়ার অন্য কোন মাধ্যম পেলে আগের strong ছেলেটার প্রতি আর কোন ভালবাসা থাকবে না।
একটা মেয়ের ideal man হচ্ছে alpha man যে সব সময় নিজের উপর বিশ্বাস রাখে তার অধিকার আদায় করতে দ্বিধা করে না, নিজের কষ্ট আরেকজন এর উপর চাপিয়ে দেয় না, নিজের সমস্যা নিজেই solve করে, কারো উপর dependent না, always emotionally control এ থাকে, ভুলের জন্য কখনো blame game খেলে না এটার জন্য পুরো responsibility নিজের ঘাড়ে নেয়, সে কখনই কারো কোন কিছুই কর্ণপাত করে না just like don't care people
মেয়েরা যে common একটা কারণে আকর্ষণ হারিয়ে ফেলে তা হচ্ছে যখন সে বুঝতে পারে ছেলেটার জীবনের center হচ্ছে সে।
যখন কোন ছেলে মেয়ের কথামতো চলে তখন মেয়েটার কাছে অর্থ দারায় আমি তার কাছে থাকব আমি মেয়ে হিসেবে emotionally weak আর সে কি না আমার কথায় চলে ? তাহলে সে আমাকে কি ভাবে care নিবে যখন আমি weak থাকব ?
relationship always lead করতে হয় ছেলেদের, এতে মেয়েরা safe feel করে আর যখন একটা ছেলে relationship এর decision গুলো নিজে ঠিক করে এবং সেই decision maintain করে without apologizing এটা মেয়েদের জন্য খুবি আকর্ষণীয় যে, না ছেলেটার নিজের ground stand করে অর্থাৎ আমি তার কাছে emotionally safe আর এটা বলার বাকি থাকে না যে মেয়েরা emotional,
আমি এটা share করছি আপনার জীবনটা যাতে আরো easy হয়, যাতে আর ঘোরের ভিতর না ঘুরেন, ভালবাসার ভিতর অবিশ্বাস জাগানোর জন্য শেয়ার করি নি, বরং ভালবাসাটা'কে strong করার জন্য শেয়ার করছি যাতে আপনি আগেই problem টা ধরতে পারেন।
সব শেষে বলা যায় যে আপানকে সত্যিকারের ভালবাসে সে ইচ্ছাকৃত জেনে বুঝে ভেবে নিজের জীবনে কিছু অভাব রেখে দিবে যা সুধু মাত্র আপনিই পূরন করতে পারবেন।
#ভাল_থাকুন_সবসময়
#ভাল_থাকুন_সবসময়
wowwwwwwwwwwwwwww
ReplyDelete