চলুন আজ সবাই মিলে একটু হাসি অন্তত চেষ্টা করিঃ---
এটি নিচকই একটি ফান পোষ্ট, দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না
"হ্যালো জাহিদের আব্বা কইতাছেন নি ?"
"হ, কেডু ?"
"আই কেডু এইডা দিয়া আন্নের কাম নাইগা। আগে কামের কতা হুনেন, আন্নের পুতরে আই কিডন্যাপ কইরালাইছি।"
"ভালা করছেন, বেকার দামড়া পোলাডা জীবন জ্বালাইয়া খাইলো। তয় কতা হইছে এতবড় দামড়া পোলা কেমনে কিডন্যাপ হইলো কন দেহি ! ট্রিকস্ শিইখা রাখতাম"
"হেইডা আন্নের জানবার কুনো দরকার নাইগা। পোলারে বাঁচাইতে চাইলে জলদি বিশ লাখ টেহা দেন।"
"টেহা দিতে পারুম না। এতবড় দামড়া পোলা নিজেরে সামলাইতে না পারলে, ওর মইরা যাওয়াই ভালা।"
"আন্নে কি ভাবছেন আই ফাইজলামি করতাছি মিয়া ? টাহা ম্যানেজ করেন। নাহলে গুলি কইরা এই হালারপুতের মাতা উরাইয়া দিতাম"
"ওই হালার পুতেরে পাড়াইয়া মার। মাতাত গুলি কইরা লাভ নাই। ব্রেইন বলতে কিছু নাই হালারপুতের। এখনো বইয়া বইয়া বাপেরডা খায়। ওর বাঁচনোর কুনো দরকান নাইগা"
"মজা লইয়েন না, পোলা হারাইবেন মিয়া।"
"এ্যনার্জি এখনও শ্যাষ হয় নাই। লাগলে আরেকটা বানামু। বিশ লাখ নতুনডার পিছনে লাগাইলে বেকার অন্তত হইবো না।"
"এইডা বাপ নাকি পিশাচ ! পুরাই হিটলারের কার্বন কপি !"
"যা ই হইনা ক্যান, আমি এত্তডি টেহা পাইতাম কই আন্নে কন দেহি ? কিডনি বেচুম নাকি ! আমারে এত চুলকায় না। চুলকাইলে দশ টেহা দিয়া মলম কিন্না লমুনে।"
"আচ্ছা দশ লাখ টেহা দেন"
"মাফ চাই, অন্যদিকে দেহো"
"পাঁচ লাখ ?"
"কইছি না একবার টেহা নাই।"
"একলাখ টেহা তো আছে।"
"নাইগা, বাকি লাইফ আমার রিক্সা চালাইবার ইচ্ছে নাইগা"
"আচ্ছা পঞ্চাশ হাজারতো দেন ?"
"টাহা কি গাছের পাতা। কইছি না একবার তোরা পোলারে মাইরা হালা। কেস খতম"
"ত্রিশ.... বিশ......দশ....?"
"না.... না.... না..."
"আরে দশ হাজার তো দিবি কুত্তা বেডা। খরচ তো উঠতে দিবি !"
"তুই মর গিয়া, লগে আমার পুতেরেও মার। কবরের খরচে লাগলে পাঁচশ দিমুনে। এর বেশি এক পয়সা পাবি না।
"যা হালারপো তোর পোলারে লইয়া যা। লেন্ডা কইরা গুলিস্তানে ছাইড়া দিয়া গেলাম। দোয়া করি যেন পুত তোর বাকি জীবন যেন জ্বালায়া খায়।"
"হ, কেডু ?"
"আই কেডু এইডা দিয়া আন্নের কাম নাইগা। আগে কামের কতা হুনেন, আন্নের পুতরে আই কিডন্যাপ কইরালাইছি।"
"ভালা করছেন, বেকার দামড়া পোলাডা জীবন জ্বালাইয়া খাইলো। তয় কতা হইছে এতবড় দামড়া পোলা কেমনে কিডন্যাপ হইলো কন দেহি ! ট্রিকস্ শিইখা রাখতাম"
"হেইডা আন্নের জানবার কুনো দরকার নাইগা। পোলারে বাঁচাইতে চাইলে জলদি বিশ লাখ টেহা দেন।"
"টেহা দিতে পারুম না। এতবড় দামড়া পোলা নিজেরে সামলাইতে না পারলে, ওর মইরা যাওয়াই ভালা।"
"আন্নে কি ভাবছেন আই ফাইজলামি করতাছি মিয়া ? টাহা ম্যানেজ করেন। নাহলে গুলি কইরা এই হালারপুতের মাতা উরাইয়া দিতাম"
"ওই হালার পুতেরে পাড়াইয়া মার। মাতাত গুলি কইরা লাভ নাই। ব্রেইন বলতে কিছু নাই হালারপুতের। এখনো বইয়া বইয়া বাপেরডা খায়। ওর বাঁচনোর কুনো দরকান নাইগা"
"মজা লইয়েন না, পোলা হারাইবেন মিয়া।"
"এ্যনার্জি এখনও শ্যাষ হয় নাই। লাগলে আরেকটা বানামু। বিশ লাখ নতুনডার পিছনে লাগাইলে বেকার অন্তত হইবো না।"
"এইডা বাপ নাকি পিশাচ ! পুরাই হিটলারের কার্বন কপি !"
"যা ই হইনা ক্যান, আমি এত্তডি টেহা পাইতাম কই আন্নে কন দেহি ? কিডনি বেচুম নাকি ! আমারে এত চুলকায় না। চুলকাইলে দশ টেহা দিয়া মলম কিন্না লমুনে।"
"আচ্ছা দশ লাখ টেহা দেন"
"মাফ চাই, অন্যদিকে দেহো"
"পাঁচ লাখ ?"
"কইছি না একবার টেহা নাই।"
"একলাখ টেহা তো আছে।"
"নাইগা, বাকি লাইফ আমার রিক্সা চালাইবার ইচ্ছে নাইগা"
"আচ্ছা পঞ্চাশ হাজারতো দেন ?"
"টাহা কি গাছের পাতা। কইছি না একবার তোরা পোলারে মাইরা হালা। কেস খতম"
"ত্রিশ.... বিশ......দশ....?"
"না.... না.... না..."
"আরে দশ হাজার তো দিবি কুত্তা বেডা। খরচ তো উঠতে দিবি !"
"তুই মর গিয়া, লগে আমার পুতেরেও মার। কবরের খরচে লাগলে পাঁচশ দিমুনে। এর বেশি এক পয়সা পাবি না।
"যা হালারপো তোর পোলারে লইয়া যা। লেন্ডা কইরা গুলিস্তানে ছাইড়া দিয়া গেলাম। দোয়া করি যেন পুত তোর বাকি জীবন যেন জ্বালায়া খায়।"
মোরালঃ আপনারা মন্তব্য করুনন।।
ভালো থাকুন সুস্থ থাকুন
Credit_ Unknown (চৌর্যবৃত্তি)
ভালো থাকুন সুস্থ থাকুন
Credit_ Unknown (চৌর্যবৃত্তি)
ছবিঃ ইন্টারনেট
Comments
Post a Comment