♦ কিভাবে #Conversation_skill বাড়াবেন??

একজন মানুষের ভিতর সব চেয়ে সুন্দর জিনিস কি ? তার চেহারা ? হাসি ?
প্রায় সবাই ভাবে মানুষ সুধু সুন্দর হলেই প্রেমে পরে, মেয়েরা কালো-মোটা ছেলেদের দেখতে পারে না, আবার কালো মেয়েরাও ভাবে সুন্দর ছেলেরা তাদের একটুও পছন্দ করে না। সত্যি বলতে বাস্তবতা ভিন্ন !
ধরে নিলাম সুন্দর একটা মেয়ে প্রেমে পড়েছে একটা ছেলের, ছেলেটার প্রতিদিন এর কথাবার্তা এমনঃ
প্রতিনিয়ত gf/bf এর কথা হয়ঃ খেয়েছ? , ক্লাসে গিয়েছ ?, ঘুমাবা ?............এর পর মাথায় কিছু আসে না কি বলবেন ?
প্রতিদিন একি কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে কেন জানি আর তার সাথে কথা বলতে ইচ্ছা করে না ?
পর্যাপ্ত পরিমাণ conversation না হওয়ার কারণে প্রায় ৪০% প্রেমের সম্পর্ক ভেঙ্গে যায়, conversation দুজনের ভিতর অনুভূতি জাগায় যার কারণে মনে হয় তাদের ভিতরকার এক ধরনের টান আছে।
আজ আমরা জানবো কিভাবে আপনার conversation skill বাড়াতে হয়
Conversation ! সব চেয়ে crucial একটা ব্যাপার যা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, success এর পিছনের কারণ............আর এটাই একজন মানুষের সৌন্দর্য !
[[conversation is one kind of connection that brings us closer and make strong bondings ! ]]
ছেলেরা conversation এ একদমই কাঁচা ! সুধু আমাদের দেশে না, বলতে গেলে পৃথিবীতে খুব কম ছেলে আছে যারা perfectly কথা বপলতে পারে !
মানুষ কথা বলার জন্য পাগল ! কথা না বলতে পেরে আমাদের জীবনটা boredom এ তিক্ত হয়ে আছে, সুধু মাত্র একজন ভাল conversationalist এর অভাবে আমরা আমাদের ভিতরটা চেপে রাখি, কে শুনবে আমার কথা ?
এবার আসি কিভাবে একজন ভালো conversationalist হওয়া যায়ঃ
১। আমরা সুধু কথা বলতে পছন্দ করি শুনতে পছন্দ করি না, যা সত্যি অন্যের জন্য বিরক্তের কারণ হয়ে দাড়ায়, তাই কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন, যা শুনেছেন এর থেকে দুই একটা শব্দ উচ্চারণ করবেন যাতে অপরজন বুঝে যে আপনি তার কথা শুনছেন, এবং কিছুক্ষণ পর পর হ্যাঁ সূচক মাথা নাড়াবেন যাতে সে বুঝে আপনি শুনছেন !
২। মানুষ অন্যের কথা শুনতে পছন্দ করে না, নিজের কথা বলতে পছন্দ করে ! আপনি যার সাথে কথা বলবেন ৯০% সময় তাকে বা তার বিষয় গুলো নিয়ে কথা বলবেন ! ৯০% সময় কথা বলবেন তার EGO বাড়ানোর জন্য যাতে সে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
৩। নতুন কারো সাথে পরিচয় হওয়ার সময় তার goal, ambition এবং hobby নিয়ে কথা বলবেন বিশেষ করে hobby টা ! কারণ আমরা যার পিছনে সব চেয়ে বেশি সময় দেই মাথা খাটাই সেই ব্যাপারে কথা বলতে খুবি পছন্দ করি !
৪। আপনারা হয়তো খেয়াল করবেন, বন্ধুদের সাথে কথা বলার সময় প্রশ্ন কম করে বিবরণ(statement) দিয়ে কথা বলেন বেশি যেমনঃ আপনি বললেন জানিস, america তে যুদ্ধ জাহাজ আছে তখন আপনার বন্ধু বলে হ্যাঁ তাদের কিন্তুু যুদ্ধ বিমানও আছে। এভাবে কথা আগাতে থাকে, তাই কোন মেয়ের সাথে কথা বলতে গেলে প্রশ্ন কম করবেন আর যেই topic টা নিয়ে কথা বলবেন সেই বিষয় সম্বন্ধে আপনি কি জানেন তার বিবরণ দিবেন এবং সেই বিবরণ এর সাথে তার মত অমত মিলাতে থাকবেন ! যেমনঃ কথার ভিতর জানতে পারলেন তার বাড়ি কুমিল্লা, এখন কুমিল্লা সম্বন্ধে আপনি কি জানেন সেটা বলবেন এর পর আপনার কুমিল্লা সম্বন্ধে বিভিন্ন ধারনা তার সাথে মিলাবেন সে কি বলে খেয়াল করবেন।
৫। সত্যি বলতে, কথা বার্তা শুরু হয় অমত থেকে যেমনঃ আপনার কাছে মনে হয় BFC ভালো কিন্তুু আপনার বন্ধু বলল না তার কাছে মনে হয় KFC ভালো, ব্যাস একজন আরেকজন এর point কে প্রমাণ করার জন্য বিভিন্ন তত্ত্ব উপাত্ত দার করাবে কেন তার কথা ঠিক এই ভাবে friendly debating এর মাধ্যমে conversation হয়ে থাকে।
৬। close ended question vs open ended question: close ended question হচ্ছে conversation killer ! যেমনঃ রাতের খাবার খেয়েছ ? এটার উত্তর হা অথবা না দিয়ে দেওয়া যাবে ! অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর হা অথবা না দিয়ে দেওয়া যায় তাদের close ended question বলে, open ended question হচ্ছে conversation energizer যা conversation কে আরো rich করে যেমনঃ একটা দারুণ রাতের খাবারে কি কি থাকলে তোমার মনের মতো হবে ? এই প্রশ্নের উত্তর হা অথবা না দিয়ে দেওয়া যাবে না তাই বেশি করে open ended question practice করুন ! এটাও বলতে পারেন তোমার job টা পাওয়ার জন্য কি কি struggle করতে হয়েছে ইত্যাদি।
৭। conversation hot button:মানুষের পছন্দের কিছু hot button থাকে যাতে চাপ প্রয়োগ মাত্রই ঐ বিষয়ে সারা দিন কথা বলতেই থাকে, conversation করার সময় সব সময় hot button গুলো খুঁজতে থাকুন! তাহলে আপনার কষ্ট কম করা লাগবে সে নিজেই কথা বলতে থাকবে, বিভিন্ন hot button: books, school, fitness, family, pets, movies, science, travel, cooking, sports, home, fashion, gardening etc
৮। conversation এর সময় এই বেপার গুলো লক্ষ রাখবেন কোনটাতে সে বেশি গুরুত্ব দেয়ঃ people, places, things এইগুলা তে তার অনেক কথা লুকিয়ে থাকে, তার favorite person কে? সে কেমন ইত্যাদি।
৯। particular subject এর উপর EGO বারিয়ে দিতে হবে ধরুন, সে বলল আমি cox's bazar থেকে ঘুরে আসছি তখন cox's bazar এর উপর ego বারিয়ে দিবেন যেমনঃ আমি শুনেছি cox's bazar অনেক সুন্দর, beach এর পাশে দাড়ালে নাকি মনটা ভরে যায় ইত্যাদি তখন সে নিজেই এই ব্যাপারে কথা শুরু করবে।
১০। প্রতিদিন কথা বলার জন্য এই প্রশ্ন গুল ব্যবহার করবেনঃ
*আজ ক্লাসে সব চেয়ে মজার কি ঘটেছে?
*আজ ক্লাসে সব চেয়ে বিরক্তিকর কি ঘটেছে?
*আজ ক্লাসে সব চেয়ে ভয়ঙ্কর কি ঘটেছে ?
খেয়াল করুন, প্রশ্নে সুধু মাত্র feelings এর কি ঘটেছে তা জিজ্ঞেস করবেন, আর ক্লাস বাদ দিয়ে অফিস দিতে পারেন যেটা আপনার জন্য মানায়।
আশা করি conversation skill বাড়বে।
ভালো থাকুন সবসময় :)

Comments

Popular posts from this blog

কেন মানুষ প্রেমে পড়ে ? psychology প্রেম সম্বন্ধে কি বলে ?

যারা শুধু "বিসিএস ক্যাডার" হওয়াকেই মেধার মাপকাঠি বলে মনে করেন,তাদের জন্যই নিচের লেখাটি... :)