♥♥কিভাবে confidence বাড়াবেন?? part 3♥

আমরা আবার ফিরে আসি connection mechanism এ যেটা আমাদের সমাজ থেকে পাওয়া।
যেহেতু ছোট বেলা থেকে এর পরিচর্যা করে আসছি তাই এটা আমাদের কাছে বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে!
অর্থাৎ আমাদের brain এর #natural_processing_system টা সম্পূর্ণ connection mechanism দ্বারা পরিচালিত হয়, পৃথিবীতে একবার যা ঘটে তা দ্বিতীয় বার কখনো ঘটে না ! প্রত্যেকটি সময় unique একটির সাথে আরেকটির মিল নেই কিন্তু আমাদের natural processing system আমাদের সে ভাবে ভাবতে দেয় না !
আপনি যখন তাকে change করতে বলবেন সে আপানকে বিভিন্ন evidence দেখাবে যে আপনি ভুল। কারণ আপনি natural processing এর against এ যাচ্ছেন !

সমাজের দেওয়া belief গুলো আপনার ভিতর install হয়ে আছে, আর সেগুলি-ই আপনাকে পরিচালনা করছে। আপনি আপানকে autopilot mode এ দিয়ে রেখেছেন, যে কারণে আপনার জীবনকে উন্নীত করতে পারছেন না ! এই connection mechanism এর কারণে আমাদের জীবনে relation problem (breakup) সহ আরো অনেক problem চলছেই।
কারো সাথে কোন ভুল এর কারণে একবার ভুল বুঝলেনতো সারা জীবন ভুল বুঝেই যাচ্ছেন, আপনার কাছে পূর্বের ব্যাপার ভাবতে সাধারণ মনে হবে কারণ এটা ছোট বেলা থেকেই আপনার ভিতর সমাজ install করে দিয়েছে। আপনার মনে হবে আপনি আর কখনই আপনাকে পরিবর্তন করতে পারবেন না !
successful মানুষদের top secret জিনিস বলিঃ- তারা সুধু একটা জিনিস বিশ্বাস করতো সসবসময়। গত কাল যা হয়েছে তা হওয়ার দরকার ছিল তাই হয়েছে, সেটা ভুল না, আবার সঠিকও না তা সুধু ঐ সময়ের জন্য প্রযোজ্য বর্তমান এর সাথে পূর্বের কোন সময়ের মিল নেই, প্রত্যেকটা সময় unique!! তাদের কাছে বর্তমানই সব কারণ তারা বিশ্বাস করেছিল আমি যদি বর্তমান কে বার বার আগের চেয়ে ভাল করার চেষ্টা করি নতুন ভাবে গড়ি তাহলেই আমার ভবিষ্যৎ ভাল হবে ! যেমন প্রায় সব সফল আর ধনবান ব্যক্তির background ই ছিলো অশিক্ষিত গরিব, #steve_jobsসে এতই গরিব ছিল যে একটু ভাল খাবার এর জন্য অনেক দূর হেটে যেতো। তার কোন শিক্ষাও ছিল না কিন্তু আজ তার প্রমাণ সে নিজেই।
আসল কথা হচ্ছে যে, প্রত্যেকটা সময় unique!! আগের দিন এর সাথে আজকের দিন এর কোন মিল নেই! আগের দিনে যা করছি তা নতুন ভাবে আবার করছি ! অতএব এর দ্বারা বুঝলাম আমরা ইচ্ছে করলেই পারি আমাদের বর্তমান কে পরিবর্তন করতে।
এ ভাবেই আমাদের brain পরিচালিত হয়।
ভাল থাকুন সুস্থ থাকুন আর বেশী বেশী শেয়ার করে বন্ধুদের ও দেখার সুযোগ দিন।

Comments

Popular posts from this blog

♦ কিভাবে #Conversation_skill বাড়াবেন??

কেন মানুষ প্রেমে পড়ে ? psychology প্রেম সম্বন্ধে কি বলে ?

যারা শুধু "বিসিএস ক্যাডার" হওয়াকেই মেধার মাপকাঠি বলে মনে করেন,তাদের জন্যই নিচের লেখাটি... :)